নরসিংদীতে দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নরসিংদীর ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. বদিউল আলম, সেনাবাহিনী ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতারা।
গত বৃহস্পতিবার সেকেরচর বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. বদিউল আলম ও সেনাবাহিনীর কমান্ডার অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফাহিম (পিএসসি) ।
বিগত ১৫ দিন ধরে যুব সমাজের অতন্ত্র পাহাড়ায় এবং এলাকার সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতায় দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজারে কোন ধরনের লুটপাট ও দুর্বৃত্তায়ন ছাড়া ব্যবসায়ীদের সার্বিক জানমালের নিরাপত্তা নিশ্চিত করায় সকলের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসক ও সেনাবাহিনীর কমান্ডার অফিসার।
এসময় আমানত শাহ্ গ্রুপের চেয়ারম্যান মো. হেলাল মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রফিকুল ইসলাম, কাজিম উদ্দিন, আল আমিন রহমান, মোতালিব মিয়া, আনিস ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় শিলমান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিলন মিয়া, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম মেরাজ, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিন পাটোয়ারীসহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সভায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদির জেলা প্রশাসক বলেন, আপনারা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মিলে মিশে বাজার পাহারা দিয়েছেন সে জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাতে এ বাজারে কোন প্রকার সমস্যা না হয় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। পরিশেষে নেতাদের নিয়ে শেখেরচর বাজার মনিটরিং করেন এবং বাজারের আইনশৃংখলা নিয়ে ব্যবসায়ীদের খোঁজ খবর নেন।
টিএইচ